সর্বশেষ :
গোয়াইনঘাটে ছাত্রদল নেতা লিটনের ফাঁসির রায় বাতিল ও মুক্তির দাবিতে মানববন্ধন ফ্যাসিবাদের পুনর্বাসনকারীদের ‘শহিদ ওয়াসিম ব্রিগেড’ রুখে দিবে: ব্যারিস্টার আবু সায়েম বিশ্বনাথে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার, ৩ দিনের আল্টিমেটাল প্রদান ইতালিতে চাকরির লোভ দেখিয়ে নবীগঞ্জের ১০ যুবককে জাল ভিসা কুশিয়ারার বালু ব্যবসায়ীর প্রতারণার ফাঁদ! আদালতে মামলা তাহিরপুরে চোরাই মোটরসাইকেল বিক্রি ও মাদক ব্যবসায়ী চক্রের সাথে জড়িত পুলিশ সদস্য ইকবাল শাল্লায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে বিজয়ী ৪ কৃতি শিক্ষার্থী বিশ্বনাথে অপহরণ করে কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার সুনামগঞ্জ সদরে রাস্তা নির্মাণের কাজ দীর্ঘদিন বন্ধ, দুর্ভোগে চরমে বিশ্বে পূর্বশত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব
১১৩টি দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন শাবির ‘সাস্ট ফ্যানাটিকস’

১১৩টি দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন শাবির ‘সাস্ট ফ্যানাটিকস’

শাবি প্রতিনিধি

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মোট ১১৩টি দলকে পেছনে ফেলে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৪ চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম (শাবিপ্রবি) ‘সাস্ট ফ্যানাটিকস’।

শুক্রবার (১ নভেম্বর) রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসসি ফেস্ট-২০২৪ স্ট্যান্ডিংস প্রতিযোগিতায় সর্বোচ্চ সমস্যা সমাধান করে দেশীয় প্রোগ্রামিং গণ্ডিতে এই সাফল্য অর্জন করে সাস্ট ফ্যানাটিকস।

এতে চ্যাম্পিয়ন দলের সদস্য হিসাবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান নাঈম, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলফেহ সানি ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সারওয়ার রিফাত।

শাবিপ্রবির চ্যাম্পিয়ন দলের সদস্য কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আলফেহ সানি বলেন, ‘প্রোগ্রামিং প্রতিযোগিতায় পরীক্ষকরা প্রত্যেক দলকে ১২টি প্রোগ্রামিং সমস্যা সমাধান করতে দেয়। এসব সমস্যা সমাধানের সময়সীমা ছিল ৫ ঘণ্টা। আমাদের দল সাস্ট ফ্যানাটিকস সবচেয়ে কম সময়ের মধ্যে ৭টি সমস্যা সমাধান করে। যার জন্য এই কনটেস্টে আমরা চ্যাম্পিয়ন হই। আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার দলও ৭টি সমাধান করে। কিন্তু তারা সমাধান করতে আমাদের তুলনায় অধিক সময় নিয়েছে। যার কারণে তারা দ্বিতীয় হয়েছে।’

শাবিপ্রবির প্রোগ্রামিং দলগুলোর তত্ত্বাবধায়ক কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক এ.কে.এম ফখরুল হোসাইন বলেন, ‘দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতায় আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো করছে। দেশীয় পর্যায়ে সেরা হওয়া ফোকাস না, আমাদের ফোকাস আন্তর্জাতিক পর্যায়ে সেরা হওয়া। কিছুদিন আগেও কাজাগাস্তানের কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় শাহজালাল বিশ্ববিদ্যালয় ৭০তম স্থান অর্জন করে। সেখানে আমরা নবমবারের মতো অংশগ্রহণ করার সুযোগ পাই। যা ছিল দেশের দ্বিতীয় সর্বোচ্চ সুযোগ। আমাদের বিশ্ববিদ্যালয় সবখানে প্রোগ্রামিংয়ে ভালো করার পিছনে দীর্ঘ ত্যাগ রয়েছে। আমাদের সিএসসি বিভাগের পুরো ইকো সিস্টেমটাই এ রকম। এখানে শিক্ষার্থীদের প্রোগ্রামিং সমস্যা সমাধানের সুবিধার্থে চব্বিশ ঘণ্টা দুইটা ল্যাব ওপেন রয়েছে। যার মধ্যে একটি ল্যাবে সিনিয়র শিক্ষার্থীরা প্রোগ্রামিং প্র্যাকটিস করে, আরেকটিতে জুনিয়র শিক্ষার্থীরা। এসব শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে পারদর্শী করার জন্য শিক্ষকদের পাশাপাশি সিএসসি অ্যালামনাইয়ে প্রাক্তন শিক্ষার্থীরাও প্রশিক্ষণ প্রদান করে।’

তিনি আরও বলেন, ‘আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া। সামনে ডিসেম্বরে ঢাকা রিজিওনাল একটি প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে ভালো করতে পারলে আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করতে পারব।’

১১৩টি দলের মধ্যে থেকে সাস্ট ফ্যানাটিকসসহ ফাইমডেসাং, সাস্ট আন্ডার প্রিভিলাইজড কিডস্, সাস্ট মাইগ্রোসেনা, সাস্ট রোলডব্যাক ও সাস্ট জুভেনাইল এ ৬টি প্রোগ্রামিং দল অংশগ্রহণ করে। তারমধ্যে ফাইমডেসাং অষ্টম, সাস্ট আন্ডার প্রিভিলাইজড কিডস্ ১৩তম, সাস্ট মাইগ্রোসেনা ১৯তম, সাস্ট রোলডব্যাক ৬৮তম ও সাস্ট জুভেনাইল ৭৮তম স্থান অর্জন করে।

উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা হচ্ছে জাতীয় পর্যায়ে সেরা প্রোগামিং প্রতিযোগিতার মধ্যে অন্যতম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff