ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি

ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি

একুশে সিলেট ডেস্ক 

অতিরিক্ত বিদ্যুৎ বিল ও ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহার করে পুরাতন পোষ্টপেইড মিটার বহাল রাখার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেন দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকাবাসী।

এসময় এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন মনসুর খান, ইকতার খান, মোতাহার হোসেন জিহাদ, সেলিম রানা ছালাউর রহমান খান, মো. আব্দুল কাইয়ুম, সামছুল হুদা, মো. শামীম হোসেন খান, আফতাব মিয়া, মো. কাশেম খান, ফয়েজ আহমদ খান, জুনু মিয়া, মো. শাহিন খান, আবু বক্কর সিদ্দিক, আব্দুল কাদির বেলাল, মো. খালেদ আহমদ, মো. শওকত আলী, মো. রজব আলী, ইউসুফ, আবুল মিয়া, দিলওয়ার হোসেন, আফরোজ খান প্রমুখ।

স্মারকলিপিতে এলাকাবাসী উল্লেখ করেন, পূর্বের মিটারগুলোকে ডাস্টবিনে ফেলে স্মার্ট প্রি-পেইড মিটার লাগানোর কোন প্রয়োজন নেই। প্রি-পেইড মিটার নষ্ট হলে তা পরিবর্তন করা এবং নষ্ট মিটারের ভুতুড়ে বিল সংশোধন করা অসম্ভব হয়ে দাঁড়াবে।মিটারের রিডিংম্যানসহ শত শত কর্মচারীও কাজ হারাবে। ২০০৩ইং এর ৫৬ নং ধারা মতে গ্রাহকের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে হলে কোম্পানীকে ১৫ দিন পূর্বে নোটিশ দিতে হয়। কিন্তু এই প্রি-পেইড মিটারের কার্ড শেষ হলে সাথে সাথেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এসময় প্রি-পেইড মিটার ব্যবহারকারী গ্রাহকরা জানান, আগের বিলের চেয়ে অতিরিক্ত টাকা খরচ করা হচ্ছে। ভূক্তভোগী এক গ্রাহক জানান, তিনি বাসার মিটারে এক হাজার টাকা রিচার্জ করেন। এর মধ্যে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, ভ্যাট, সার্ভিস চার্জ এসবের টাকা কেটে নেওয়া হয়।টাকা ভরতেই ফুরিয়ে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff