হবিগঞ্জ প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি সিরাজুল হককে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে গাজীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিরাজুল হক গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজার এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।
গত ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক মো. নাসির উদ্দিন প্রাক্তন সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছিলেন। সিরাজুল হক এ মামলার এজাহারনামীয় আসামি।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নতুন ব্রিজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে সিরাজুল হককে আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলায় ব্যারিস্টার সুমনসহ মোট ৩ আসামি গ্রেফতার হলো।
মামলায় চুনারুঘাট পৌরসভার প্রাক্তন মেয়র, ৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে এ মামলায় আসামি করা হয়।
বাদীর অভিযোগ, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের গোল চত্বরে লোকজন জড়ো হতে থাকলে সেখানে ছাত্র-জনতার ঢল নামে। ব্যারিস্টার সুমনের নির্দেশে বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা ছাত্র জনতার ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। আন্দোলনকারীদের ওপর তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ নানা শ্রেণিপেশার অসংখ্য মানুষ আহত হয়।
Leave a Reply