সর্বশেষ :
এইচপিভি টিকাদান কর্মসুচী শতভাগ বাস্তবায়ন করায় কুলাউড়ার ৩ প্রতিষ্টানকে সম্মাননা প্রদান ছুটিতে গিয়ে গোয়াইনঘাট থানার এসআই মিথুন পাড়ি জমালেন লন্ডনে! বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বিশ্বনাথে প্রশাসনের সভা জগন্নাথপুরে পুলিশি অভিযানে ৭ আসামী গ্রেফতার আদালতপাড়ায় সাবেক কাউন্সিলর লায়েককে লাথি-ঘুষি বালাগঞ্জে আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি কমলগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় গণপিটুনিতে নিহত ১ শপথের সম্মান রক্ষার চ্যালেঞ্জ নিয়েছি: সিইসি শেখ হাসিনা দেশে থাকলে লোকজন তাঁকে ছিড়ে খুড়ে ফেলত: উপদেষ্টা সাখাওয়াত বিস্ফোরক মামলায় খালাস পেলেন তারেক রহমান
দেড় বছর ধরে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা

দেড় বছর ধরে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা

 একুশে স্পোর্টস 

একের পর এক জয় আর শিরোপা অর্জনে র‍্যাঙ্কিংয়েও আধিপত্য করে চলছে আর্জেন্টিনা। দেড় বছর ধরে শীর্ষস্থান থেকে তাদের নামাতে পারেনি কেউ।

গত তিন বছর ধরে লিওনেল মেসির নেতৃত্বে আধিপত্য করে চলছে আর্জেন্টিনা। শুরুটা ২০২১ সালে, কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের ট্রফি খরার সমাপ্তি। পরের বছর ৩৬ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে ফিফা বিশ্বকাপ নামক সোনার হরিণ জয়। চলতি বছর তারা জিতেছে রেকর্ড ১৬তম কোপা আমেরিকার শিরোপা।

শুধু বড় টুর্নামেন্টে নয়, ফিফা প্রীতি ম্যাচ কিংবা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও চলছে তাদের আধিপত্য। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে মেসিরা। ১০ ম্যাচে ৭ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ২২। দুইয়ে থাকা কলম্বিয়া তাদের তুলনায় ৩ পয়েন্ট পিছিয়ে। আর ১৬ পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের অবস্থান চারে।

গত তিন বছরে ৫৬ ম্যাচ খেলে মাত্র ৩টিতে হেরেছে আর্জেন্টিনা। ৪৬ জয়ের পাশাপাশি ড্র ৭টি। এমন অবিশ্বাস্য সাফল্যে র‌্যাঙ্কিংয়েও আধিপত্য করছে তারা। দেড় বছর ধরে তারা বিশ্বের এক নম্বর দলের খেতাব ধরে রেখেছে।

গত বুধবার (২৩ অক্টোবর) ফিফা প্রকাশিত সবশেষ র‌্যাঙ্কিং হালনাগাদে ১৮৮৩.৫ নিয়ে সবার উপরে অবস্থান করছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্স তাদের তুলনায় ২৪ পয়েন্ট পিছিয়ে আছে। তিনে থাকা স্পেনের পয়েন্ট ১৮৪৪.৩৩। আর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ১৭৮৪.৩৭ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে।

কাতার বিশ্বকাপ জয়ের মাস তিনেক পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে চড়েছিল আর্জেন্টিনা। এর আগে ২০১৬ থেকে ২০১৭ মৌসুমের মাঝে টানা ১১ মাস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল আলবিসেলেস্তেরা।

তবে ফিফার শীর্ষস্থান ধরে রাখার যে রেকর্ড আছে ব্রাজিলের, তা ভাঙা একপ্রকার অকল্পনীয়। ১৯৯২ সালে র‌্যাঙ্কিং পদ্ধতি চালু হওয়ার পর, ১৯৯৪ সালের ২০ জুলাই থেকে ২০০১ সালের ১৫ মে পর্যন্ত ২৪৯১ দিন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল ব্রাজিল। দ্বিতীয় রেকর্ডটিও সেলেসাওদের। ২০০২ সালের ৩ জুলাই থেকে ২০০৭ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত ১৬৫৯ দল র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল পাঁচ বারের চ্যাম্পিয়নরা। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ১২৩৯ দিন শীর্ষে ছিল বেলজিয়াম। ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০৩০ দিন শীর্ষে ছিল স্পেন।

২০১০ সালের জুলাই থেকে ২০১১ সালের আগস্ট পর্যন্ত ৪৩৬ দিন শীর্ষে থেকে পঞ্চম সর্বোচ্চ রেকর্ডটিও ছিল স্পেনের। তবে সে জায়গাটা বর্তমানে দখলে নিয়েছে আর্জেন্টিনা। ২০২৩ সালের ৬ এপ্রিল থেকে শুক্রবার (২৫ অক্টোবর) পর্যন্ত ৫৬৮ দিন পার করেছে মেসির দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff