নিজস্ব প্রতিবেদক
পদ ছাড়লেন সাতজন
মোহামেডান স্পোর্টিং ক্লাব সিলেট এর নতুন কমিটি গঠনের দুই দিনের মাথায় পদ প্রত্যাখ্যান করেছেন এ কমিটির সাত সদস্য। নতুন কমিটি গঠনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে নবগঠিত এই কমিটিকে অগঠনতান্ত্রিক উল্লেখ করে গণতান্ত্রিকভাবে নির্বাহী কমিটি পুনর্গঠনের দাবি করেন তারা।
বিগত কমিটির ছয় সদস্যের নামে শনিবার (১২ অক্টৈাবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণমাধ্যমে আসা মোহামেডান স্পোর্টিং ক্লাব সিলেট’র কমিটি গঠনের সংবাদে আমরা বিস্মিত, এই কমিটি গঠনের সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই। আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাব, সিলেট’র সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছি। ক্লাবের ৪ অক্টোবর দানবীর ড. রাগীব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক সদস্যদের হালনাগাদ তালিকাসহ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক ও প্রচার সম্পাদক জাবেদ আহমদ ক্লাব সভাপতির সাথে দেখা করে কমিটি পুনর্গঠন করবেন। বিদ্যমান কমিটি বিলুপ্ত না করে নির্ধারিত সময়ের আগেই একটি মহল দায়িত্বপ্রাপ্তদের সাথে কোনো যোগাযোগ না করে কমিটি পুনর্গঠন করে সভাপতির স্বাক্ষর নিয়ে পত্রপত্রিকায় প্রকাশ করে। প্রকাশিত এ কমিটি গঠনের সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই।’
বিবৃতিতে তারা বলেন, ‘ক্লাবের বিদ্যমান গঠনতন্ত্রে ২৭টি পদ থাকলেও কমিটি করা হয়েছে ৫৪ সদস্যের। নিয়মানুযায়ী ক্লাবের সাধারণ সদস্যদের থেকে নির্বাহী পরিষদ গঠন করার নিয়ম থাকলেও গঠিত নতুন কমিটির বেশিরভাগই ক্লাব সদস্য নন।’
নতুন সদস্য সংগ্রহ শেষে অবিলম্বে গঠনতান্ত্রিকভাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, সিলেট’র নির্বাহী কমিটি পুনর্গঠনের দাবি জানান তারা ।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মো. আফছর উদ্দিন, মো. আবদুল করিম, মো. এখলাছ হোসেন, দেওয়ান তৌফিক মজিদ লায়েক, জাবেদ আহমেদ ও দুলাল আহমদ।
নবগঠিত কমিটির সহ সভাপতি আফসর আহমদ, দেওয়ান তৌফিক মজিদ লায়েক ও সাবেক কমিটির প্রচার সম্পাদক জাভেদ আহমেদ বিজ্ঞপ্তির কথা স্বীকার করে শনিবার রাতে শ্যামল সিলেট’কে বলেন, ‘যেহেতু কমিটি নিয়মতান্ত্রিকভাবে হয়নি, তাই তারা নবগঠিত কমিটিতে পদ নিতে আগ্রহী নয়।’ শিগগিরই সবাইকে নিয়ে বসে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন বলেও জানান তাঁরা।
অপরদিকে পদ নিতে আগ্রহী নন বলে জানিয়েছেন নবগঠিত কমিটির সহ সভাপতি আবদুল জব্বার জলিলও। তিনি শ্যামল সিলেটকে জানান, এ ব্যাপারে তিনি সভাপতি বরাবরে লিখিত চিঠি দিয়েছেন।
Leave a Reply