নিজস্ব প্রতিবেদক
১৯ দিন পর জামিনে কারামুক্ত হয়েছেন ‘দৈনিক সোনালী কণ্ঠ’ পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান ও সমাজসেবক মো. ইসলাম আলী।
সোমবার (০৭ আগস্ট) বিকেল ৫টার দিকে তিনি জামিনে মুক্ত হন বলে জানিয়েছেন সিলেট কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার সকালে গোয়াইনঘাট থানায় দায়ের করা একটি ‘ষড়যন্ত্রমূলক মামলা’ থেকে সিলেট জেলা দায়ারা আদালতে ইসলাম আলীর আইনজীবী আশিক উদ্দিন আশুক তাঁর জামিন চাইলে আদালতের বিচারক এ.কিউ.এম নাছির উদদীন জামিন মঞ্জুর করেন।
জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসী সংগঠন যুবলীগের নেতা মাসুক আহমদ, ইসকন্দর ও প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা দুর্নীতিবাজদের অপকর্ম নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মো. ইসলাম আলীকে শায়েস্তা করতে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে বিনা তদন্তে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলার প্রেক্ষিতে গোয়াইনঘাট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ হারুনুর রশীদকে পুলিশ লাইনে বদলি করা হয়।
এ ব্যাপারে মামলার বাদি আরিফ উদ্দিন জানান, আমি আসলে জানতাম না যে মামলার আসামি সাংবাদিক ইসলাম আলী ভাই। তিনি আমাদের এলাকার একজন সমাজসেবক ও কৃতিসন্তান। কিছু লোক সাংবাদিক ইসলাম আলীকে হয়রানী করতে আমাকে ব্যবহার করেছে। বিষয়টি পরে বুঝতে পেরে আমি স্থানীয় মুরুব্বিদের পরামর্শে ইসলাম আলীর দুই ভাই সাংবাদিক নিজাম উদ্দিন টিপু ও হিলাল উদ্দিন শিপুর সাথে যোগাযোগ করে মামলা প্রত্যহার করব বলে জানাই। ইসলাম ভাই মুক্তি পাওয়ায় আমি খুশি।
এদিকে জামিনে মুক্তি পেয়ে সাংবাদিক মো. ইসলাম আলী সবার প্রতি কৃতজ্ঞতা বলেন, আমি এলাকার জনগণের জন্য কাজ করে আসছি আগামীতেও কাজ করে যাব। আমাকে সন্ত্রাসী আর দালালরা যতবার মিথ্যা মামলা দিবে ততবারই আমার উপজেলাবাসী তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
তিনি বলেন, গোয়াইনঘাটকে দালাল ও চাঁদাবাজ মুক্ত করতে অতীতের ন্যায় আমার কর্ম তৎপরতার অব্যাহত থাকবে। আওয়ামী লীগের দালালদের বিরুদ্ধে এলাকাবাসী ব্যবস্থা নিবেন।
উল্লেখ্য, সাংবাদিক মো. ইসলাম আলী গোয়াইঘাট উপজেলার ৬ নং ফতেপুর ইউনিয়নে ১ বার ইউপি মেম্বার,৩ বার ইউপি চেয়্যারম্যান পদে ও উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছেন।
বাংলাদেশ সলিডারিটি মুভমেন্ট ও স্টুডেন্ট ইউনিটি’র সংবর্ধনা
কারাগার থেকে জামিনে কারামুক্তির পর ‘দৈনিক সোনালী কণ্ঠ’ পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান ও সমাজসেবক মো. ইসলাম আলীকে সংবর্ধনা প্রদান করেছে অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ সলিডারিটি মুভমেন্ট ও স্টুডেন্ট ইউনিটির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য কমিউনিটি নেতা ও জাকির ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির হোসেন, বাংলাদেশ সলিডারিটি মুভমেন্ট’র নেতা ফখরুল ইসলাম, এবি সিদ্দিক, সুমন আহমদ, মুহিবুর রহমান, জহির হোসেন, স্টুডেন্ট ইউনিটি’র সাংবাদিক নিজাম উদ্দিন টিপু হিলাল উদ্দিন শিপু, ওলি আহমদ, আছনাত উদ্দিন জাহিন প্রমুখ।
Leave a Reply